ভেবেছিলাম ভাবনা জুড়ে বৃষ্টি নামবে
অজানা দিন সামলে স্মৃতিরা হাঁটবে।
কিচ্ছুটি হয়নি, না হওয়ায় আনন্দে
বেঁচে আছি অমরত্বহীন সময়ে সানন্দে।

এসো ভাবনাহীন গাছ হয়ে উঠি।