এই গাছতলা শান্তিপ্রিয়।
কিছু পাতা, ঘাস, মানুষের দীর্ঘশ্বাস,
ক্লান্ত সকালকে বসন্ত এনে দিচ্ছে।
পোষা কুকুরের আরও ঠান্ডা চাই
মানুষের চাই উষ্ণতা।
বৈপরীত্য জেগে থাক রোদছায়া,
অন্ধকার নামার আগে
খুঁজে নিতে হবে জীবনচোখ।
নতুন পৃথিবী বড্ড অন্ধকার,
চাঁদহীন গ্রহ।