সময় পেলে একবার তাকিও।
একবার তাকিয়ে দেখো,
সবুজ প্রান্তর শেষে
এক তাবু বসেছে, সার্কাসের।
এখন মাদারির খেলা নেই
এখন রাস্তায় বাঁদর নাচও কমেছে,
কেবল কিছু মানুষের দল
লাফালাফি করে সার্কাসের মতো।
না না, লক্ষ্য তাদের মুনাফার
লক্ষ্য তাদের মসনদের,
তবু মিথ্যা ভাষণ
বাঙালিদের অণুপ্রাণিত করে
লুটে নেওয়ার নতুন চাহিদা।
এখানে সে সব নেই
সার্কাসে মানুষের দল বিনোদন জোগায়।
সোমবার আর রবিবার
সব মিলে মিশে যায় এখন,
সবুজ গাছের নিচে বসেও
অনুভব করি আমার রক্ত লাল,
গোলাপের রং-ও বড্ডরকম লাল।