নীচে ভাইবোন থাকে
কাটাকুটি জীবনে ভাইফোঁটা হয়নি তেমন
রোজ কাগজ কুড়ায় ভ্যাটে গিয়ে...
বোন আজও রান্নার কাঠ জ্বালিয়ে দিল
ভাই মা বাবা এলো ঘন্টা তিনেক পর,
খেতে বসল ভাই
বোন বলল- ''আজ তোর জন্য একটা মাছের এক্সটা পিস রেখেছি ভাই''
ভাই উত্তরে-''নেকি এসব আমাদের কালাসের নয়, বাংলা খাবো, বিকেলে বাবুর বাড়ির থেকে কিছু অ্যাডভান্স চেয়ে আনবি, মাল খেয়ে সেলফি তুলব''
বাবা চেঁচিয়ে বলল- ''শালা, বাচ্চাগুলোর ঢঙে...''
মা বাবাকে বলল- ''আমার ভাইটা তো জেলে কত দিন দেখিনি, ওদের দুটোকে আনন্দ করতে দে হারামি, ভাত দেবো একটু? ''