মানুষের ভিড় কমে আসে রাত হলে।
মন জেগে ওঠে মনের কারুকার্যে।
জ্যোৎস্নার মতোই জোনাকীবিহীন
কিছু মশার দল বাদুর হয়ে ওঠে।
রাজহাঁস ধীরে ধীরে বদলায় প্যাঁচায়।
সে প্যাঁচারা তো লক্ষ্ণীমন্ত রঙে
মাতিয়ে দেয় রহস্য উপন্যাসের পাতা।
মাথামুন্ডু না বুঝেই, রক্তের স্বাদ গিলে খায়
ওয়েব সিরিজ দেখতে থাকা মৃত চোখ।
টিভিটা নতুন, চলছে সারা রাত ধরে
শুধু মানুষের চোখে প্রাণ নেই
মৃত কলকাতায় রাত নামলে
কিছু রিক্সাওয়ালারা অপেক্ষা করে
লাশ নিয়ে চলে যাবে বাগজোলা খালে।
রাজনৈতিক উপহাস আসলে ভূতেদের চক্রান্ত,
আসল রাজনীতি করে কেবল ভূতেরাই।