ঢেউ ভেসেছে স্বপ্নের জলে
তুমিও আকাশগামী,
মানুষ শুধু বাঙালিকেই বলে
পেটুক বদনামী।
শীত আসে পৃথিবী নীলে
উহু কাঁপে কেউ কেউ,
স্নান করা বিনোদনই বটে
স্নানঘরে ফেরে ঢেউ।

ঢেউ ওঠানো কলেজ চুলে
চুমুর গরম আজও লেগে,
কম্বল সুখে বেঁচে আছি
শীত রাতে ফেবুরা জেগে।

গেল গেল রব উঠেছে
প্রোফাইলই যেন সম্পত্তি সন্তান,
হেসে নিয়ে স্ক্রোল হবে
এটুকু লেখার আগেই জানতাম।