এত ভাবছি কেন!
পেরিয়ে আসা নদীস্রোতে ভারতবর্ষ জেগে।
থেকে যাব নুড়ি বালির মতোই
সৌধস্মৃতি হয়ে,
কাজ করার কথা ভাবতে ভাবতেই
বুকের মধ্যে রবীন্দ্রনাথ রেখে
ঘুমিয়ে পরব।
নাহ, আমার এখনও ঘুম পায়নি।
এখনও ভারতবর্ষকে উঠে দাঁড়াতে হবে।
ভারতবর্ষ তৈরি হয় গুল্ম লতা থেকেই
পাহাড়প্রমাণ বুনিয়াদে।
এখন ঘুম নয়, নদী স্রোতের অঞ্জলিতে
বয়ে যাব সহস্রাব্দ জঠরে,
গীতার অন্তঃস্থলে।