বাংলা ভাষা আজ জাতি ধর্মের কাছে
হার শিকার করেছে।
কবিতা নয়, ধর্মের নামেই
এক জীবন
চুপ করে উঁচু টিলায়
বসে থাকা যায়।

ইথারহীন এক জগৎ।
চারিদিকে বিদ্বেষগাছ।
মৃত্যু আর লাল কান্নার আর্তনাদ।

এক ভুল জীবনে
ভুল ভাষায়
ধর্ম ধর্ম করে শেষ হয়ে যাচ্ছি
প্রত্যহ, জীবনভোর।