এভাবে বিরাট আউট হবে
মানা যায় না,
ও থাকলে জিতে যেতাম।
তুমিও আমাকে এড়িয়ে
এগিয়ে যেতে পারবে,
সে কথা মানা যায় না,
তবু তুমি তাচ্ছিল্য করে
এগিয়ে গেছো।
ঠিকই করেছ,
তুমি চলে না গেলে
আমিও এগোতে পারতাম না।
মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার
মজাটুকুই আলাদা।