এপিটাফের সামনে দাঁড়িয়ে
ফিরে তাকাই ভারতবর্ষের দিকে,
চার্চের শব্দ পেরিয়ে
জেগে আছে মন্দির, মসজিদ
মানুষের থেকে ধর্মান্ধ বেশি।
ভিতু প্রাণের দল
রাজনৈতিক মুখকে মুখোশই ভাবে
মানুষ হতে দেয় না।
এপিটাফের সামনে দাঁড়িয়ে বুঝেছি
লেখা আর অর্জিত মূল্য
অনেকটা গাঙ শালিকের মতোই
চিলের গন্ধ মাখানো জীবনানন্দ।
সবই মোহ, মায়া আর শেষে
শুয়ে থাকা ঘুমন্ত ছাই।
অগ্রিম ধন্যবাদ
মানুষ না হয়ে আমি শয়তানে
পরিণত হচ্ছি, এই পৃথিবীতেই।
দরকার নেই নরক বা স্বর্গের
ঈশ্বর, আল্লা, শিব হেঁটে বেড়াচ্ছে
টাকার বাজেটের উন্নতিতে
দই চামচের হতচ্ছাড়া দবদবানিতে।