অসাবধানতা কাজ করছে হৃদয় জুড়ে
পাহাড়ের নীরবতায় আসি একটু ঘুরে।
কে কাকে দেখছে, কার এতো প্রেম
জীবন আসলে চতুন, খেলারই গেম।
অন্ত্যমিল নয়, লেগে থাকে ছন্দ মজা
আজও ভালো লাগে জিলিপি ও গজা।
সবার পরেও ঠোঁট চুমুরা থাকে জেগে
এতো রোমান্স, চন্দ্রযানও যায় রেগে।
চাঁদে নামুক বিশ্ব, বিশ্বের প্রয়োজন হিলিয়াম
আমার প্রয়োজন তুমি ভালোবাসারই ইনাম।