আজ বাগানে অনেক ফুল, ফল।
ছায়ার মাঝেই জেগে আছে
স্বপ্নের কিছু কথা, কিছু স্মৃতি।
সেদিনও এমন বসন্ত এসেছিল,
ওই ধূসর দেওয়ালে হেলান দিয়ে
তুমি দাঁড়িয়েছিলে আমার ছবি আঙিনায়।
কত শত ছবি, হৈ হৈ করে কেটে যেত
সে সব মায়াবী জীবন।
এখনও আছো তুমি,
তবে কেবলই কবিতায়।
হাতঘড়িটারও বয়স হয়েছে
তোমারও উন্মাদনা নেই
এই বসন্ত শুরুতেও
হাল্কা শীতজামা পড়তে হয়।
তবু ফুল ফল নিজের মতো
কৈশর ধরে রেখেছে
কোকিল ভোরে।
জীবন ধূসর নয়
জীবন বসন্ত।
পৃথিবীর বয়স বাড়ছে না,
বাড়বে না একটুও।