আমরা হাঁটছি,
অনেকটা পথ
অনেকটা।
পায়ে ব্যথা
মনে ব্যথা

তবু মা হাসছে না
চোখে রাগ
আমাকে হত্যা করবে
একটু পরেই