এখন আর কিছুই তেমন রঙিন লাগে না।
এক কাল ছিল, রঙিন বসন্ত ছিল।
জীবন জুড়ে আনন্দ উদ্ভাসিত হত।
এখনও আনন্দ আছে,
তা সন্তান সন্ততিকে দেখে
উজ্জীবিত হওয়ার।
এখন বাছাবাছি করা হয় না,
মাছও বলি, সব্জির মতো দিয়ে যায়।
আসলে কোনদিন বাছাবাছি করিনি,
কেবল মাত্র উত্তমার্ধকে ছাড়া,
ওকে আমি বেছে নিয়েছিলাম
হাজার চুমুর মাঝে, একমাত্র আমি।