এখন গরমকাল
অনেক জল পানি হয়ে
ওয়াটারে মিশবে।

আমি একই থাকব
মানুষ।

ধর্ম বা টাকা আমায়
অন্য ঋতু এনে দিতে পারবে না।

এখন গরম, বিশ্রাম চাই।