অনেকগুলো হ্যাঁ পাওয়া
হাজির হয়েছে চকলেট বাড়ির সামনে।
বীভৎস ওয়েব সিরিজ দেখে
বুড়ো হাড়ে শক্তি পেয়েছি যৌবনের চুমুর মতো।
এখন এই চুমু তো শরতের, শিউলির
ওঁর লাল পেরে শাড়ি
একটা রোদ চশমায়
আমি পাগল হয়ে যাই।
আজও মিষ্টির দোকানে বলে এসেছি
মিষ্টি ভালো না হলে বৌদি আসবে,
সত্যিই একটা জীবন দাদাগিরি,
শুধুই উত্তমার্দ্ধের জন্য...