আলো জেগে উঠছে,
প্রদীপ ঘুমানোর পর
সুদূরের দিকচক্রবাল ভেঙে
স্বপ্নের মতো নিস্তব্ধ সহজ সরল
ভাবনার জাগছে।

ফুল, ফল, গাছের হাসি
জেগে উঠছে।

শহর আরও সুন্দর হচ্ছে
গ্রামের স্পর্শে।

এবার ফিরে তাকাও
আমার মৃত্যুর আগে
একবিন্দু জল,
একান্তকাম্য।