সকলে আসে, দেখে চলে যায়,
মৃতদেহের মতো জীবন
উড়ে যায় বসন্ত ঘাসে।

অপেক্ষায় বসে থাকি
কখন প্রিয়জন
স্পর্শ করবে আমার হাত।

মৃত কাকের মতো
একাকী মরতে চাই না
এই অস্থায়ী পৃথিবীর সমুদ্রে।