ভালো আর মন্দ কাজের মাঝে
একলা দুপুর,
অনন্ত অপেক্ষার মাছখেলা
পুকুরের শব্দে মিশে যায় সমুদ্র গর্জন।

টুকরো টুকরো আমি
বৃহৎ বিশ্বে পরিণত হয়।

ভালো কাজ করেছি
মন্দ ভাবে ভেবেছি
সব মিলেমিশে যায়।

ভদ্র আর অভদ্রের মাঝেই
হৈমন্তিক গন্ধ এসে বলে
সময় হয়েছে, এবার বিদায়।