এই গরমে তেল দিয়ে মাথায় মালিশ করে দিলে ঘুম এসে যায়। ঘুমিয়ে থাকতে ইচ্ছা করে গরম ঘুমে। বাতাসহীন, ফ্যানহীন, উত্তপ্ত বালির মতো লাভা গরম গ্রাস করে, এই গরমে।
এক জীবন এসি-র হাওয়া খেয়ে এখন ঘুম আসে গরম লাভা হাওয়ায়। লু বয়ে যায় ঘুমের ভিতর।
কাতর হয়ে উঠি, ঘুম আসছে যখন, ঘুমাই। পরিচিত ডাকনামের মানুষজন নেই, আমি বড্ড ক্লান্ত এই গরমে। ঘুমাই। ঘুমিয়ে থাকি।
এক জন্ম না হয় ঘুমিয়ে কাটালাম, চুল্লীর এই গরম আগুনে।