দূষিত আস্তরণের উপর আস্তরণ জমেছে।
ধুলোঝড়, শীতল রাত
দিনের গ্রীষ্মত্রাসে হারিয়েছে,
আবার দূষিত আস্তরণ জমেছে।
বৃষ্টিতে ধুঁতে ধুঁতে বুঝেছি
সাক্ষাৎ বা উপসংহারে
গলদ ছিল।
কঠিন কথাগুলো কঠিন করেই বললে
খুব ভালো হত।
দায়িত্বের দূষণে আজ পৃথিবীটা বৃক্ষহীন,
কেবল নদী রয়ে গ্যাছে বিভাজিকা হয়ে।