বসন্ত প্রেম এসে লাগে
গহ্বরের গহীনে,
অনন্ত ভালোবাসার সাগরে।

ঘুমিয়ে থাকা দৈত্য
জেগে ওঠে
নৈঃশব্দের আর্তনাদ ভেঙে।

একাকীত্ব ছেড়ে কুয়াশার দল
এসে দাঁড়ায়।
বলে যায় কথাদের স্বেচ্ছা অবসর
কেমন করে কাটিয়েছে
দীর্ঘসূত্রতা।