কবিতা আর মৃত্যুর ভিতর প্রতিযোগিতা হয়েছিল।
মৃত্যু জিতে গ্যাছে।
প্রত্যেক বারের মতো মৃত্যু জিতেই গ্যাছে।
গ্যালারিতে হাততালি।
আলোকচিত্রের হাসি মুখ।
কবিতা চুপ করে বসে আছে।
কবিতা চুপ করেই থাকবে।
গ্যালারির মানুষের দল
মৃত্যু নয় কবিতাকেই দেখতে আসছে
চর্চা করছে।
মৃত্যু ক্ষণিকের উচ্ছ্বাস।
কবিতা দীর্ঘকালীন।