পাউরুটি খেয়ে নিলে
জন্ম নেয় পৃথিবীর সুখ,
রানী আছে বোবা হয়ে
অ-সুখের গভীর অসুখ।
অন্ধকারে বসেই আছি,
ওষুধের বড্ডরকম দাম,
বয়স হলে ওষুধ গেলা
এটাই জীবনের বদনাম।
পাউরুটি তো পাঞ্চ লাইন নয়
পাউরুটি আজও কেবল খাদ্য,
অনাহারের কবি জানে আজও
পাউরুটিই দিবারাতের কাব্য।