বৃষ্টি কখনও আসছে, কখনও যাচ্ছে থেমে
আমাদের রাজপথে দ্রোহ, ধর্মঘটে ঘেমে।

অনাদিকাল থেকেই দুর্যোধনরা যায় হেরে
আমাদের স্বপ্নরা ঘুরে, শান্তিতে বাড়ি ফেরে।

তবু চুপ করে থাকি, চুপ করার পরিস্থিতিতে
মঙ্গলশঙ্খ আজ বেজে উঠেছে না-স্বস্তিতে।

কী খুঁজে চলি রোজ, শিঁরদাড়াহীন জাতি
রাস্তা জুড়ে রাজনীতির ভাতা আর ভাতি।

প্রতিবাদ সঠিক ভাবে হলে, গণতন্ত্র অন্য
ঘৃণ্যরা, আজ জঙ্গলের পতাকায়, বন্য।

পুষেছে কিছু নরখাদককে, রাজনীতির চটি
ভাতা দিয়েই ভাবে জয়, উল্টাবেই গদি।

বৃষ্টি এখনও হচ্ছে, বৃষ্টি তো নারীর ভূষণ
পুরুষও কাঁদছে এই জঙ্গলে, ছিঃ ছিঃ মোশন।

এবার এক ঢেউ উঠেছে, আর কতকাল থাকব চুপ
ভাইরাল হোক ধর্ষণবিরোধী ফিভার, জাগুক রূপ।

দেবী দুর্গা জেগে উঠেছে, মাতাল করা সময়ে
অশান্তির মাঝেই অসুরবধ, জাগছে এবার অভয়ে।