দেশ ক্রমেই বড় হচ্ছে,
নীচে উপরে ডাইনে বাঁয়ে।

মানুষহীন গ্রহে দেশ জন্মালে
যেমনটি হয় রোজ।

দেশ বাড়লেও গ্রহ ভাঙছে।
গ্রহ ছোট হচ্ছে।
মানুষ হীন গ্রহ
ভেঙে টুকরো টুকরো হচ্ছে
আর আমরা
হিন্দু মুসলিম,
পাকিস্তান হিন্দুস্তান
এই করেই কাটাব আর দশ প্রজন্ম
অশিক্ষিত গ্রহে।