দেখছি অনেক কিছুই
যেমন দেখব ভেবেছিলাম স্বপ্নে।
স্নিগ্ধ পরিবেশ, অজস্র বই, সাদাকালো পাতা
গন্ধময় এক ভাবনা।

স্বপ্নে অনেকেই এসেছিল,
সকলে সত্যিই হয়নি,
মৃত বাবা জ্যান্ত হয়েছিল,
অনেক যুগ আগে।

এখন বাবা আসে, কথা বলে না।
তেমনি এই বইমেলা
বিদেশের গন্ধ
সব কেমন গুলিয়ে যাচ্ছে।

সবই সত্যিই হচ্ছে,
সার্থক হচ্ছে বাবা জন্ম
এই পৃথিবীর বুকে।

কমে যাচ্ছে অনেক জ্বালা,
কবিতার মলম লাগছে
প্রকৃতির এই সাদা ভূমিতে।