দানা দানা স্বপ্নরা নষ্ট ঝড়ের চোটে
সব শেষ, ঘড়বাড়ি, তুমি লেগে ঠোঁটে।
নগ্নপ্রায়, শীতের দাপটে মৃত সারমেয়
আমি কেমন আছি, প্রেমে বড্ড শ্রেয়।
শেষের মধ্যে লুকিয়ে আছে শুরুর বীজ
ধ্বংসপ্রাপ্ত জীবনে বাড়বে না কোন রিচ।
প্রকৃতি জানে আধুনিকতার শেষ কোথায়
দানা স্বপ্নের সেল্ফিতে সব উঠেছে মাথায়।
বৃষ্টিতে কিছুই থাকে না রোমান্স আর
ভেসেছে স্বপ্ন, মৃতদেহই একমাত্র সংসার।