সবাই জানে চুরি হচ্ছে, তবু সবাই চুপ।
চুরি চলছে এদিক সেদিক মনে গোপনে
সবাই চুপ।
এই যে বাসের ভাড়ার চার্ট মানেনি মালিকপক্ষ
ইলেকট্রিকে ইউনিট পিছু দাদাগিরি
ওষুধের চড়কচক্ষু দাম
হাসপাতালে ম্যানিপুলেশন
স্কুলে গলা কাটা মাইনে
চালের দাম সত্তর ছুঁই

চুরি সর্বত্র।
তার উপর শিক্ষকদের ঘাড়ধাক্কা
আসলে আমরা সিভিক বাঙালি।
মেরুদণ্ডী হয়েছিলাম অভয়ার জন্য
আগের জন্মে।