শহর ছেড়ে অনেক দূরে
নীরবতার নদীতে ফুল দেখতে দেখতে
পা ব্যথার কষ্টটা চুপ করে যায়।
চুপ করে ওঠে
হাসি মুখ, চায়ের ধোঁয়া
কাপের শব্দ, পাখির শব্দ
নদীর কুলুকুলু নিস্তব্ধতা।
সন্ধ্যার ঝিঃ ঝিঃ।
শহর ছেড়ে অনেক দূরে
শান্তির খোঁজেও তোমার আঁচল
তোমার বেঁচে থাকা
বইয়ের পাতায় ফিরছে।
ঈশ্বর প্রভু ভগবান
তাচ্ছিল্য করছে
সময়ে সাথে সময়ের।
হিসাবহীন কঠিন পৃথিবীতে
মাস্তুলহীন জীবনের ছাইমাখা ছুটির দিনে।