পূর্ণিমার চাঁদ মেখে চুপি চুপি
ঘুমিয়ে যাই।
ঘুম আর আসে কই!
স্বপ্ন বাংলায় শুয়ে থাকি জ্যোৎস্নার মতো।
ঘাসের পাশে প্রেমিকাযুগল
ঝগড়া করে মানুষের মতো।
অনেককাল নদীর জলে মায়ামাছ দেখেনি,
কাল সকালে সূর্যের আলোয় মায়া খুঁজব।
বাজার থেকে পারলে মায়াইলিশ এনো,
ছলনা চিংড়ি খেতে খেতে স্বাদগ্রন্থিতে
কবিতা জন্মায়,
এবার আমি উপন্যাস লিখব পাখিজ্যোৎস্নার।