চুপ করে সহ্য করতে করতে
কিনে নিচ্ছে বার্দ্ধক্য।
তেমন কিছুই আর করার নেই
দেখার নেই,
ভাববার নেই,
কেবলই বসে রয়েছি।
কিছু একটা করব বলেই
বসে রয়েছি।

চুপ করে।
চুপ করেই বসে আছি,
ছুটির দিনে,
ছুটির আগে।
ছুটির পরে...