গভীর ধাঁধার মাঝে
জেগে ওঠে সময় প্রাণ।
অবুঝ বুড়ো দল
তখন নিজের জীবন
নিজের সাফল্যকে
খুঁজে বেড়ায়।
বয়সের গণ্ডীতে
মানতেই চায় না
জীবন আসলে মায়া,
মৃত্যুর আগে যারা ঝগড়া করবে না বলে
দিন শেষে তাদেরই
ঝগড়া করতে হয় সময়ের সাথে,
অবুঝ অপাঠ্য লেখারা
আর যাইহোক কবিতা হয়ে ওঠে না
ছোটদির কাছে।