আলোস্য গ্রাস করে।
ভিন্ন কথোপকথন,
অনির্দিষ্ট স্বপ্নকল্প
সমস্ত দিনের ঘামগন্ধ
পরিহাসের মতো
কিছু প্রতিশ্রুতিভঙ্গ
আর
ক্লান্ত রবিবার।

রবিবারেই বেশি কাজ জমে থাকে
বাড়ির কাজকর্মে।

এসো ক্ষণকাল
একটু জিড়িয়ে নিই
শৈশবের ছবিকথনে।