স্থিতিশীল গাছতলা, চৌহদ্দীর স্রোত বাসা
বহমান নদী জল নৌকোময় জীবন আশা।

তিনটি বছর বয়ে চলেছে স্রোত জ্যোৎস্নায়
ভালোবাসার গল্পে অর্পিতা তোমায় মানায়।

পাহাড়, সমুদ্র, নদী, শহুরে গলি পথ জুড়ে
আমাদের স্মৃতিওয়াক রইবে সাহিত্য ঘিরে।

তিন কেবল সংখ্যা, চলতে থাক আয়ুপথ
জন্মদিনের বিয়ে, বিয়ের জন্মকথার রথ।

ভেসে চলে ঘড়ি, পরিষ্কার হয়েছে আকাশ
জেগেছে মনে নতুন দিনের নব বাতাস।

এসো, বসো, একটু গল্প করি স্মৃতিদিন
সাদা কালোর মাঝেই আমরা চির রঙিন।