চার ছয়ের মাঝে জেগে আছে জীবন্ত শূন্য।
আরোগ্য চাঁদ আজও সূর্যের অপেক্ষা করে,
একদিন, চারদিন, দশ দিন।
ভালো সময় আসবেই, চারছয় হবেই
জীবন জুড়ে।

শুধু অপেক্ষা, জেগে থাকার
আশা জাগিয়ে রাখার।