কবিতার পাতা জেগে আছে
অন্তিমযাত্রার ক্রশবিদ্ধ অনুভূতিতে।
তোমরা সে সব ছুঁতে পারো
কিন্তু স্পর্শ করতে পারো না তার
অভিঘাত।
তাই আজও বলো একটা স্বরচিত বই
চিৎকার করা কবিতার কলম
এবার ছাপা হোক।
এই বইমেলায় ছাপা হোক।
আসলে মৃতদেহের কোন শোকেস হয় না।
জীবন্ত লাশকে চিনতে পারলে না,
তোমরা তার মৃত্যু কষ্ট কেমন করে বুঝবে?