নতুন কথারা ভিড় করে।
কতটা প্রস্ফুটিত, কতটা ভাবনাময়।

এসব ভাবতে ভাবতে বুঝি
আমরা দৈনন্দিন জীবনে
বেঁচে থাকা অনিহা,

ঐ পুরোনো খবরের কাগজ
পুরোনো বইয়ের পাতা।

বড্ড একাকী
লিপ ইয়ারের উনত্রিশের মতোই
ধুমকেতু।