সকালের চা, ঠান্ডা বাতাস
আলো বন, গন্ধ বরফ, সব মিলেমিশে
আমাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে জয়সালমিরে।

সিটংয়ের কমলালেবু স্বাদে
কেন জানি না উঁটের গ্রীবা
স্পর্শ করছে সকাল বিস্কুট।

এখন অনেক হিসাবি, স্মার্টওয়াচের কল
মিলেমিশে যাচ্ছে অভাবনীয় জীবন্ত দিন।

শীতের রাস্তায় ছোবল সাপ
এসে দাঁড়াচ্ছে,
আর তুমি লাল শাড়িতে
এলো চুলে হেঁটে যাচ্ছো
আমার বুকের উপর দিয়ে
শ্বেত পাথরের আঁচল বেয়ে।

সকালের চায়ে সূর্য রশ্মি, রডোডেনড্রন
চা বাগানের ছোট্ট ছেলেটা
সুর বাঁধা বৌদ্ধ স্তূপে
এলোমেলো করে দিচ্ছে
আমার বর্তমান ও ভবিষ্যতকে।