অন্তর চোখ জাগ্রত হলে
জেগে ওঠে ভালোবাসার শক্তি।
ত্রিনয়ন জাগলেই কেবল
জাগে বাঙালি মানস ভক্তি!
ব্যাস এতটুকুই, ফ্লেভারের মতো রেশ
দুগ্গা মানেই রাগী, প্রতিবাদী এলোকেশ!
ত্রিনয়ন নাই থাক, সিঁদুর সন্ধ্যা জাগলে
বাঙালি পরিবার, ভালোবাসাতেই থাকলে
স্থিত হয়, স্থির হয়, নরমে গরমে পুজো ট্রেন্ড
এখন চাই ঘুমের শেষে, চায়ের হাল্কা ব্লেন্ড।
উফ, আবার ইংরাজি, বাংলার হোলটা কী
ফিউশনে আমরাই শ্রেষ্ঠ, নয়নাভিরাম জি।
সাব কুছ চালতা হ্যায়, সাব কুছ চন্দ্রইয়ান
অল্প বাজেটে চাঁদে গেছি, কিউ ইতনা বদনাম!
আমরাই পারি অল্প বাজেটে ফাটিয়ে দিতে পুজো
বুঝলে ভালো, না বুঝলে রইল একঠো কুঁজো।