প্রশ্বাস নিঃশ্বাসের মাঝেও
একটা সুরঙ্গ আছে।
কলকাতার দূষণে সে সব কুয়াশা
তুমি স্পর্শ করতে পারবে না।
আমি তুমির চুমুতে হারিয়ে যাবে। যাবেই।
সুরঙ্গ আলো স্পর্শ করতে হলে
একবার রাজনীতির রক্ত পেরিয়ে
বোধ ধ্যানে মেতে উঠতেই হবে।
সাধারণ হলে, অসাধারণ পথ
স্পর্শ করা কঠিন।
তবে তুমি সব পেরিয়ে অসাধারণ হবেই।