কাঁকড়ার মতো কিছু ছবি
ভেসে ওঠে নগরপ্রান্তরে।
উঠতে দেবো না,
বলতে দেবো না,
করতে দেবো না।

এই না বলার মাঝে
একটা হ্যাঁ দাঁড়িয়ে
গাছ হয়ে।

গাছ শুধু ঝড় আটকায় না
বাবার মতো শাসনও করে।

মানুষের দল প্রকৃতির শাসন
এবার শুরু হয়েছে
এখনও বুঝতে পারছো না!