ক্যারোলের শব্দ আসছে গানভাবনায়।
কিচ্ছু যারা বোঝে না
তারা তো গাছের কথা
শুনতেও চায় না।

শুধু বলতে চায়
নিজের হিসেব নিকেশ, ব্যাঙ্ক ব্যালেন্স।

আজানের সাথে কেন জানি না
ক্যারোলের শব্দ
মন্দিরের কাসর ঘন্টা
সব মিলে মিশে যায়।

দেশ, কাঁটা তার, কিছু লোভী মানুষ
এসব কিছুই বোঝে না।
বুঝবেও না।