অজস্র কাজের মাঝে চাহিদা, মোক্ষ, ক্ষোভ সব এসে ভিড় করছে।
কী চাইছি, কেন চাইছি, কবে চাইছি সব গ্রাস করছে।
একবার ফিরে তাকাও
অবসরে
একবার ভাবো
কেন এসেছ,
শুধুমাত্র নাম করতে!
ডাইনোসারগুলোর দাদাগিরি কেউ মনে রেখেছে না তার ইতিহাস আছে!
ফসিলস দেখে এলিয়ানরাও কিছু বুঝবে না।