বৃষ্টিরথে জেগে ওঠে মনযাত্রা
রথ গাড়ির টানে।
পুরোনো সে রথ অনেক বছর
রঙিন কাগজ লেপ্টে নিয়ে
উঠছে নতুন বহর।
বাচ্চা বুড়ো সব মেতেছে
জগন্নাথের রূপে,
ভালোবাসার বেল জুঁই আজ
উড়ছে বড়ই সুখে।

প্রজাপতির ডানারা রোজ
এমন করেই হাসে,
রথের দিনে বৃষ্টি ভেজা
গন্ধ চুলের সাজে।

রথ জুড়ে আজ বৃষ্টি মাতাল
জীবনপ্লাবন হাসি,
পাঁপড় - জিলিপি এমন করেই
বড্ড ভালোবাসি।