বৃষ্টি আজীবনকাল আসে, সশব্দে।
নীরবের বৃষ্টিকান্নারা পিচ রাস্তার প্রিয়।
তখন লোকজনের দল
ছুটতে থাকে না ভিজবে বলে,
অথচ চিরটিকাল
গ্রাম্য পথ ধরে হাঁটতে হাঁটতে
কাদা মাখতে চেয়ে বন্যার ভেসে চলা স্রোতে।
জীবন স্রোত স্পর্শ করেছে,
বৃষ্টি আসবে বলে
অপেক্ষাও করেছি জীবনের কাছে।
কতবার বাসা বানিয়েছি, ভালোবাসার
তবু সে বাসা স্বদেশ বিদেশ ঘুরে
তৈরি হয়েছে নির্জনে
হৃদয় মন্দিরে।
ভালোবাসার সেই ঘরেই
চাতকের মতো অপেক্ষা করছি।
এখন বৃষ্টি আসার অপেক্ষা,
অনেক অপেক্ষার শেষে বৃষ্টির অপেক্ষা।
পৌষ মাসের শীতেও দেখবে
বৃষ্টি আসবে, আসতেই হবে নির্জন দিনে
গঙ্গা জল, তুলসী পাতা, ধূপ
কিচ্ছুটি লাগবে না।
এক ফোঁটা বৃষ্টি,
সেই আজীবনের প্রিয়া
সে সখী
সে রাধা
এখনও আসেনি,
বৃষ্টি, সে তো এখনও আসেনি।