চাঁদের মতো একলা রাতে
ঘুমহীন কিছু রক্তাক্ত মুহূর্ত জ্যান্ত।
অশরীরী স্বপ্নরা জেগে ওঠে
কাগজের এপিঠ ওপিঠে।
ছবিইতিহাস। ভ্রমণপা।
সব মিলেমিশে মিশে যায় ধূপসন্ধ্যায়।

আজকাল সব স্বপ্নে অলীক সম্পর্ক
পূর্বপরিচিত মুখ, না ঘটা প্রেমালাপ
বস্তাপঁচা নারীমুখ। ধর্ষণ। কালো পিচ রাস্তা
তারপর...
একটা ধাক্কা।

রাত জাগা চাঁদ বড্ড একা, একলা
এ জীবন নিসঙ্গ
মৃত লাশের গায়ে কেবল স্পর্শ করা তুলসীপাতা।