আলস্য লেগে থাকা জীবনে
বটগাছের ছায়া মাখা
এক সকাল, বিকালের মতোই
দারুণ সুন্দর।
এসো কোলাহল, এসো ভাবনা
এগিয়ে যাই।

এই সন্ধ্যা জ্যোৎস্নাতেই
জেগে উঠবে আলো।
অন্ধকারের চেয়েও প্রিয়
তোমার নারীমুখ।