অনেকটা লাল লেগে আছে আকাশে।
একটা বুড়ো, থলি নিয়ে হেঁটে যাচ্ছে কুয়াশা কাঞ্চনজঙ্ঘায়।
কাশ্মীরের মাইনাস ডিগ্রিতেও কিছু উপহার নিয়ে
স্লেজ গাড়ির মেরুপ্রভা এসে থামল
ঠিক আমার ফ্ল্যাটের সামনে।

একটা স্ট্রেচার, অ্যাম্বুলেন্সের আওয়াজ
রক্তাক্ত শরীর
এগিয়ে চলেছে,
বড়দিনের আশায়।

বড় দিন, অনেক বড় দিন
লাল কাপড়ে লাগছে সাদা চাদর।
শীতল বরফে ডাকছে বড়-দিন, বড়দিন।