কতটা চেনা এই নদী,
অচেনা লাগে বড্ড।
এই পথজলে
ভেসেছি শ্যাওলার মতো।
জেগে থাকা জীবনবাহ মায়াময়।
সে চোখের ভাষা।
জেগে থাকা চুল ঢেউ
রোদ চশমার মতোই সাদা কালো।
দুর্ঘটনাময় ভাবনারা দাঁড়িয়ে ওপারে।
ওপারে হয়তো সে কণ্ঠ
অপেক্ষা করছে,
কচুড়িপানার বেঁচে থাকা মতো--
হাসি পাখি উড়ছে বুক আকাশে।